রবিউলকে বাঁচাতে এগিয়ে আসুন।
আহসানুল হক শিপনঃ
আমি যখন কুমিল্লাতে থাকি তখন আমার ছোট ভাই আমারে কল দিয়া বলে ভাই তোমার যদি টাকা লাগে আমারে বইলো। আম্মা যে টাকা দে এগুলা দিয়া হয় না আমি জানি আমি আম্মারে বলবো না আমারে বইলো যা লাগে।
আজ আমার ছোট ভাই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আর আমি অধম নিরুপায়!!
আল্লাহ তুমি কেমন পরিক্ষা নিচ্ছো সেট তুমিই জানো।
আমার ছোট ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আমার আর কিচ্ছু বলার নাই!!
এখন পর্যন্ত সংগৃহীত অর্থ
কোন মন্তব্য নেই