ব্লাড ক্যান্সারে আক্রান্ত রবিউলকে বাঁচাতে এগিয়ে আসুন
ব্লাড ক্যান্সারে আক্রান্ত রবিউলকে বাঁচাতে এগিয়ে আসুন...
আমরা অতি দুঃখের সাথে জানাচ্ছি যে ,
“ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়”
এর প্রচার সম্পাদক আহসানুল হক শিপনের ছোট ভাই রবিউল ইসলাম জীবন দূরারোগ্য ব্লাড ক্যান্সারে
আক্রান্ত। তার চিকিৎসার
জন্য প্রায় ১০ লক্ষ টাকার প্রয়োজন। এমতাবস্থায় তার নিম্নমধ্যবিত্ত পরিবারের পক্ষে এতো
বড় অংকের অর্থ ভাড় বহন করা সম্ভব নয়।
অতএব আপনাদের নিকট আকুল আবেদন
রবিউলকে বাঁচাতে আপনাদের সংগঠন অথবা ব্যাক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা সংগ্রহে এগিয়ে আসুন।
সাহায্য পাঠানোর মাধ্যম-
Bkash Personal- 01743640912
Nagod-01687679093
Dutch Bangla Rocket- 01687679093-7
Rupali Bank Sure Cash- 01687679093-8
টাকা পাঠানোর সময় রেফারেন্সে আপনার সংগঠন অথবা বিশ্ববিদ্যালয়ের সর্টফর্ম ব্যাবহার করবেন।
অনুরোধক্রমে
এ.জে.রাব্বি
সভাপতি
ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ, কুমিল্লা
বিশ্ববিদ্যালয়
রবিউলের বিভিন্ন রিপোর্ট ও অন্যান্য কাগজ পত্র সমূহ-
কোন মন্তব্য নেই