কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া হানাদার মুক্ত দিবস ২০১৮
০৯/১২/২০১৮
মুক্তিসংগ্রামে জীবন উৎসর্গকারী অগণিত শহীদের আত্মত্যাগের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে ‘কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া হানাদার মুক্ত দিবস’ পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়য়ে (কুবি) অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা।
শনিবার (০৮/১২/২০১৮) সন্ধ্যায় ‘ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ’র উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন, মোমবাতি ও ফুল দিয়ে বাংলাদেশের মানচিত্র অঙ্কনের মাধ্যমে কেন্দ্রীয় শহীদ মিনারে দিবসটি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মোঃ বেলাল হোসাইন, মার্কেটিং বিভাগের প্রভাষক আওলাদ হোসেন বিপ্লব, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, সংগঠনটির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাওন, সভাপতি এ জে রাব্বিসহ শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে (৮ ডিসেম্বর) মুক্তিযোদ্ধারা কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়াকে পাকিস্থানী সেনাবাহিনীর হাত থেকে মুক্ত করে।
কোন মন্তব্য নেই