হাফিজুর রহমান এর রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্ত চাই। মানব বন্ধন। কুবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচিত মুখ, তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ১৫-১৬ সেশনের শিক্ষার্থী মূকাভিনয় শিল্পী হাফিজুর রহমান এর রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মানববন্ধন আয়োজন করা হয় । মানববন্ধনে উপস্থিত ছিলেন শহীদ ধিরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফিওল ইসলাম দ্বিপ্ত সহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ। সঞ্চালনায় ছিলেন একাউন্টিং ১১ ব্যাচের ছাত্র মিরাজ খলিফা। সার্বিক পরিচালনায় ছিলেন একাউন্টিং ১১ ব্যাচের ছাত্র এনায়েত উল্লাহ এবং বাংলা ১২ তম ব্যাচের ছাত্র রাতুল মিয়া।
বঙ্গবন্ধু ভাষ্কর্যের পাদ-দেশে বেলা ২টায় এই মানববন্ধনে হাফিজুর রহমানের রহস্য জনক মৃত্যুর সঠিক তদন্ত ও জড়িত সকলের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
মানববন্ধন শেষে উপস্থিত সকলের উদ্যেশ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম শাওন সহ অন্যান্য অতিথি বৃন্দ। তখন রেজাউল করিম শাওন তার বক্তব্যে বলেন- " হাফিজুর রহমানের হত্যাকান্ডে আমরা ব্রাহ্মণবাড়িয়া পরিবার দুঃখ ভরাক্লান্ত। তার রহস্যময় হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের জন্য আজকে আমরা আপনাদের সামনে দাড়িয়েছি। পুলিশ যেন সুষ্ঠু তদন্ত করে, পূর্বাপর কী ঘটেছে না ঘটেছে সব কিছুর সত্যতা যেন তুলে ধরেন এই আহবান জানাচ্ছি। এছাড়া আমরা হাফিজের পরিবারের পাশে আছি,যতদিন পযন্ত সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার না পাবো ,আমরা আমাদের কমসূচি অব্যাহত রাখব"।
সর্বশেষে তিনি সাধারণ ছাত্রছাত্রীদের মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানানোর মধ্য দিয়ে মানববন্ধনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
কোন মন্তব্য নেই