ভর্তি পরীক্ষা ২০২৪ - নিরাপত্তা বুথ
বিজ্ঞপ্তি:
গুচ্ছ ভর্তি পরীক্ষা- ২০২৪
প্রতিবারের ন্যায় এবারও "ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়" ভর্তি পরীক্ষার্থীদের সেবা প্রদান কররার জন্য 'ভর্তি সহায়তা বুথ' স্থাপন করার উদ্যোগ গ্রহণ করেছে। 'ভর্তি সহায়তা বুথে'র সেবার মান উন্নয়নের জন্য প্রত্যেকটি উইনিটের পরীক্ষার দিন বুথে দায়িত্ব পালনের জন্য দায়িত্ব বন্টন করে দেয়া হবে।
আগামীকাল ২৭/০৪/২০২৩ (শনিবার) দুপুর ১২:০০ টায় (A ইউনিটের) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। A ইউনিটের ভর্তি পরীক্ষায় বুথে দায়িত্ব পালন করবে:
১৪ তম ব্যাচ:
সবুজ
রিফাত
১৫ তম ব্যাচ:
সাইফ
ফয়সাল
নৌশিন
সোহাগ
মামুন
১৬ তম ব্যাচ:
আবির
প্রসেনজিৎ
রনি
১৭ তম ব্যাচ:
অর্নব
নিলয়
এছাড়াও সমন্বয়ক হিসেবে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সার্বক্ষণিক উপস্থিত থাকবে।
সবাইকে আগামীকাল সকাল ৯:৪৫ এর মধ্যে বুথের সামনে উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করা হলো।।
সংবাদ পত্র:
কোন মন্তব্য নেই