কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাস চলাচলের সিডিওল। ১৩ জুন থেকে কার্যকর হতে যাচ্ছে
মাননীয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী স্যারের নির্দেশক্রমে আগামী ১৩ই জুন,২০২১ইং তারিখ থেকে শুধুমাত্র স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার্থীদের জন্য চার(০৪টি) নীল বাস নির্ধারিত পরীক্ষার দিন যাতায়াত করবে। বাসসমূহ নিম্নোক্ত রুট ও সময়সূচি অনুযায়ী যাতায়াত করবে ঃ-
**সকাল ৮.৪৫ কান্দিরপাড় টু ক্যাম্পাস (ভায়া পুলিশ লাইন) (০২টি)।
**সকাল ৮.৪৫ কান্দিরপাড় টু ক্যাম্পাস (ভায়া টমছম ব্রীজ ) (০২টি)।
**দুপুর ১২.৩০ কান্দিরপাড় টু ক্যাম্পাস (ভায়া পুলিশ লাইন) (০২টি)।
**দুপুর ১২.৩০ কান্দিরপাড় টু ক্যাম্পাস (ভায়া টমছম ব্রীজ ) (০২টি)।
**দুপুর ২.০০ ক্যাম্পাস টু কান্দিরপাড় ( ভায়া পুলিশ লাইন) (০২টি)।
**দুপুর ২.০০ ক্যাম্পাস টু কান্দিরপাড় ( ভায়া টমছম ব্রীজ) (০২টি)
**বিকাল ৫.১৫ ক্যাম্পাস টু কান্দিরপাড় ( ভায়া পুলিশ লাইন) (০২টি)।
**বিকাল ৫.১৫ ক্যাম্পাস টু কান্দিরপাড় (ভায়া টমছম ব্রীজ ) (০২টি)।
বি.দ্র. শিক্ষার্থীদের বাসে পরীক্ষার্থী ছাড়া অন্য কেউ অপ্রয়োজনে যাতায়াত না করার অনুরোধ করা হলো।
ধন্যবাদ।
১৩-০৬-২০২১ তারিখ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাস শিডিওল
কোন মন্তব্য নেই